বাস হেলপারের মেধাবী মেয়ে মৌমিতা পেলেন মেডিকেলে পড়ার সুযোগ (পিকচারটি সংগৃহীত)
টাঙ্গাইল সদর উপজেলার এক দরিদ্র পরিবারের অসাধারণ অনুপ্রেরণার গল্প ছড়িয়ে পড়েছে। মৌমিতা নামের এক মেধাবী শিক্ষার্থী স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হওয়ার। বাবার পেশা বাস হেলপার, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ঘাম ঝরিয়ে সংসার চালাতেন তিনি। অভাব-অনটনের মাঝেও বাবার অশেষ পরিশ্রম আর মেয়ের অধ্যবসায় মিলিয়ে অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।
অনেক বাধা-বিপত্তি অতিক্রম করে মৌমিতা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। বাবার চোখে এখন আনন্দের অশ্রু—কষ্টে ভরা জীবনের মাঝে এই সাফল্য যেন এক আলোকিত অধ্যায়। পরিবারের প্রত্যাশা, একদিন মৌমিতা ডাক্তার হয়ে সমাজ ও মানুষের পাশে দাঁড়াবেন।
এটিটটটটটটটটট